বৃহস্পতিবার, জুন ২৬, ২০১৪

নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচন :সেলিম ওসমান বেসরকারিভাবে নির্বাচিত

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৪১টি কেন্দ্রের মধ্যে ১৪০টির ফল পাওয়া গেছে। এতে সেলিম ওসমান (লাঙ্গল) ৮২ হাজার ৮৫৬ ও স্বতন্ত্র প্রার্থী এসএম আকরাম হোসেন (আনারস) পেয়েছেন ৬৪ হাজার ১১৪ ভোট। একটি কেন্দ্রের ফল স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
নারায়ণগঞ্জ-৫ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪২ হাজার ৪০৫। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৩১১ ও নারী ভোটার এক লাখ ৬৮ হাজার ৯৪। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪১টি এবং ভোটার কক্ষ ৬৭৪টি।
জাতীয় পার্টি থেকে নির্বাচিত এমপি নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়।
উপনির্বাচনে প্রয়াত এমপির ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে লড়েছেন। তাঁর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়েছেন ২০০১ সালে এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়া সাবেক আওয়ামী লীগ নেতা এস এম আকরাম।
এ দুজন ছাড়াও গামছা প্রতীক নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ার এবং চিংড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি।