শুক্রবার, জুন ২৭, ২০১৪

আন্দোলনে নেই, বিরোধিতাতেও নেই: হাওলাদার

ফাইল ছবিবৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রুহুল আমিন হাওলাদার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।
এ সময় তার পেছন থেকে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য তাকে সরকার বিরোধী বক্তব্যও দিতে বলেন।
পরে জাতীয় পার্টির এই সাবেক মহাসচিব বলেন, “আমরা বিরোধী দলের ভূমিকায় আছি। কিন্তু আন্দোলনে নেই। ঝড়-ঝঞ্ঝা নেই। হরতাল নেই। বিরোধিতা কী করবো?”
“নারায়ণগঞ্জের ঘটনা, ফেনীর ঘটনার তদন্ত হচ্ছে। আমরা সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার হয় কিনা দেখবো। না হলে সংসদে আলোচনার ঝড় তুলবো।”
রুহুল আমিন বলেন, “রাজনীতিতে মত পার্থক্য থাকবেই। এটা সকল দলেই আছে। সংসদ সার্বভৌম। এখানে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সমস্যার সমাধান করতে হবে। হৃদয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলে তা মুছে ফেলতে হবে।”
“এখানে তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত যা বলবেন তা গুরুত্ব দেয়া হবে। সংসদের বাইরে থেকে কেউ মতামত দিলেও আমরা গুরুত্ব দিব। কিন্তু আমি নেই বলে তুমি চলে আসো, তা হবে না।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ এগিয়ে চলছে। কোনো ষড়যন্ত্র, অবরোধ, হরতাল একে থামাতে পারবে না।”