শুক্রবার, জুন ২৭, ২০১৪

খালেদার সঙ্গে সুষমার বৈঠক সোনারগাঁও হোটেলে

খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামীকাল (শুক্রবার) সকাল সোয়া ১০টায় সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়েছে।”
এই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও থাকবেন বলে প্রেসসচিব জানান।
২০১২ সালে নয়া দিল্লি সফরের সময় সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হয়েছিল খালেদার। তখন সুষমা ছিলেন লোকসভায় বিরোধী দলের নেতা। 
গত মাসে ভারতে সাধারণ নির্বাচনে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান সুষমা।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরে বুধবার ঢাকায় পৌঁছেন বিজেপির এই নেত্রী।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
শুক্রবার ঢাকা ছাড়ার আগে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও সুষমার বৈঠকের কথা রয়েছে।