সোমবার, জুন ৩০, ২০১৪

অ্যালার্জির যম নিম পাতা


যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য নিম পাতা জাদুর মতো কাজ করে। কয়েকটি নিম পাতা পানিতে দিয়ে ফুটিয়ে সেই পানি ছেঁকে নিয়ে গোসল করলে অ্যালার্জির সমস্যা কমে যায়। নিম পাতা ও কাঁচা হলুদ একসাথে বেটে আক্রান্ত স্থানে লাগালেও অ্যালার্জি কমে যায়।
-যাদের মুখে ব্রনের সমস্যা আছে তারা নিম পাতা বেটে ব্রনের উপর লাগান, উপকার পাবেন।
-অনেকের মাথার ত্বকে ছোট ছোট গোটার মতো দেখা দেয়। এই ধরনের ফুসকুড়ি দারুন চুলকায়। এই সমস্যা থেকে রেহাই পেতে কিছু নিম পাতা এক লিটার পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা করে ছেঁকে নিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এতে ফুসকুড়ির সমস্যা অনেকটাই কমে যাবে।