বৃহস্পতিবার, জুন ২৬, ২০১৪

দাউদকান্দি পৌরসভার উপনির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী

আজ বৃহস্পতিবার দাউদকান্দি পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি হাজি ভিপি আবদুছ ছাত্তার (দোয়াত কলম) চার হাজার ২৩৫ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি কেন্দ্রীয় যুবদল সহ- সভাপতি কে এম আই খলিল (চশমা) তিন হাজার ৬৮৬ ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া (মাইক) পেয়েছেন দুই হাজার ৯৭০ ভোট, ৪র্থ স্থানে দাউদকান্দি পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. কাউছার আলম সরকার (জাহাজ) পেয়েছেন এক হাজার ২৯৯ ভোট।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন চলা কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রে ভোটারের উপস্থিতির চেয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ দিকে ভোট কেন্দ্রের ভেতরে ভোটার উপস্থিতি না থাকলেও প্রতিটি কেন্দ্রের বাইরে ব্যাপক লোক সমাগম লক্ষ্য করা গেছে।  দাউদকান্দি পৌর সভায় ১৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৩৬১ জন। আ’লীগ সমর্থিত একজন ও বিএনপি থেকে তিনজন মেয়র প্রার্থী এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।