পপ সঙ্গীত তারকা ম্যাডোনা তার সৌন্দর্য্য রক্ষায় নির্ভশীল হয়েছেন কাদায়! ৫৫ বছর বয়সেও ত্বক 'সুন্দর ও উজ্জ্বল' রাখতে পারছেন সঙ্গীত তারকা ম্যাডোনা; কারণ নিয়মিত কাদা দিয়ে তৈরি এক ধরনের ফেস মাস্ক ব্যবহার করেন তিনি। সম্প্রতি এ তারকার হাত দিয়েই বাজারে এসেছে জাপানি প্রসাধনী ব্র্যান্ড 'এমডিএমএ'। আর এখন তিনি নিয়মিত ব্যবহার করছেন জাপানি ব্র্যান্ডটির একটি ফেস মাস্ক।
এর প্রমাণস্বরূপ মুখে ফেস মাস্ক পরা বেশ কিছু সেলফি অনলাইনে পোস্ট করেছেন তিনি। এর মধ্যে একটি ছবিতে ম্যাডোনা লিখেছেন, 'এমডিএমএ স্কিন কেয়ার লাইনের কাদা দিয়ে তৈরি এ নতুন ফেস মাস্কটা ব্যবহার করছি। দেখা যাক কতটুকু কাজ করে।' এরপর আবারও তিনি কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, 'নরম, সুন্দর ও উজ্জ্বল...বাহ, দারুণ কাজ করছে এই কাদা-মাটির ফেস মাস্কটি!'