প্রথমবার একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত মাহি। তাঁর অনুভূতি, ‘আমি খুব খুশি। আবার কিছুটা ভয়ও পাচ্ছি। কেননা, নতুন জায়গায় কাজ করতে হবে। চেষ্টা করব আত্মবিশ্বাস নিয়ে ভালো কিছু করার।’
এদিকে কলকাতা থেকে অভিনেতা অঙ্কুশ মুঠোফোনে তাঁর অনুভূতি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মাহির খুব বেশি কাজ আমি দেখিনি। শুনেছি, মাহি বাংলাদেশের নতুন প্রজন্মের ভালো অভিনেত্রী। অগ্নি ছবির কিছু ফুটেজ আমি দেখেছি।’
মাহি জানান, ১৪ সেপ্টেম্বর কলকতা রওনা হওয়ার কথা তাঁর। কলকাতা ছাড়াও ছবির বেশ কিছু দৃশ্য ধারণের কাজ হবে লন্ডনে। ছবিটিতে গান থাকবে পাঁচটি। গানের সুর ও সংগীত করছেন কলকাতার শ্রীপ্রীতম ও বাংলাদেশের ইমন সাহা।