মার্কিন যুক্তরাষ্ট্রে পুরুষ ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। যৌন অপরাধের মাত্রা জানতেই এ জরিপ চালানো হয়, সে জরিপেই দেখা গেছে, পুরুষ ধর্ষণের সংখ্যা আগের চেয়ে অনেকটাই বেড়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
২০১১ সাল থেকে যৌন অপরাধ সংক্রান্ত ওই জরিপ পরিচালনা করা হয়। এ জরিপে টেলিফোনে ১২ হাজার ৭২৭ জন নারী-পুরুষের সাক্ষাৎকার নেয়া হয়। তাদের সবার বয় ১৮ থেকে ৫০। জরিপ থেকে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে প্রতি ৫ জন নারীর একজন জীবনের কোনো না কোনো সময় ধর্ষণের শিকার হন।
অর্থাৎ শতকরা হিসাবে সেখানে প্রায় ২০ শতাংশ নারী ধর্ষণের শিকার হন। বর্তমানে যুক্তরাষ্ট্রে ২ কোটি ৩০ লাখ নারী বাস করেন। তাদের মধ্যে প্রায় ১৯ লাখ নারীই ধর্ষণের শিকার হয়েছেন।
অন্যদিকে পুরুষরাও ধর্ষণের শিকার হন ১.৭ শতাংশ। এ সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। তবে ওই প্রতিবেদনে পুরুষ ধর্ষণ বেড়ে যাওয়ার বিষয়ে তেমন কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।