শরীরে ব্রেস্ট ক্যান্সার বাসা বেঁধেছে কি না তা বোঝার জন্য এবার ইলেকট্রনিক স্কিন নিয়ে এলেন চিকিত্সকরা। স্তনে কোনও অতিরিক্ত লাম্প হয়েছে কি না তা অনেক সময় হাত দিয়ে বোঝা না যেতে পারে। কিন্তু, ইলেকট্রনিক স্কিন সন্ধান দেবে সেই ছোট্ট লাম্পের।
চিকিত্সক রবি এফ সরফ ও চিউ ভ্যান নিগুয়েন জানান, স্তনের ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে রোখা যেতে পারে যকৃতে সংক্রমণ। সাধারণত লাম্প যদি ২১ মিলিমিটারের থেকে ছোট হয় তবে তা ধরা পড়ে না হাতে। কিন্তু ইলেকট্রনিক স্কিন খুঁজে বের করতে পারে তার থেকেও ছোট লাম্প। লাম্পের গতিপ্রকৃতি বিচার করে সময় মতো চিকিত্সা শুরু করলে রোগীর বাঁচার সম্ভাবনা ৯৪ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
ন্যানোপার্টিকল ও পলিমারের সাহায্যে তৈরি এই ইলেকট্রনিক স্কিন ৫ মিলিমিটার থেকে ২০ মিলিমিটার পর্যন্ত ছোট লাম্পও খুঁজে বের করতে পারে।