রেড্ডি জানিয়েছেন যে এটি ‘ভারুথাবাদাথা ভালিবার সঙ্গম’ সিনেমার রিমেক তৈরী করছেন। আগের সিনেমাটিতে অভিনয় করেছিলেন শিভাকার্তিকায়ন, সাথীরাজ এবং শ্রী দিভ্যা। সানি লিওন নাকি এই সিনেমাটিতে একজন স্কুলটিচারের ভূমিকায় অভিনয় করবেন। এবার দেখার ‘ম্যায় হু না’ এর কলেজ টিচার সুস্মিতা সেনের মতো সেই জাদু বিতর্কের শীর্ষে থাকা সানিও স্কুল টিচার হয়ে চালাতে পারেন কিনা !