ম্যাজিক এফএম রেডিওর এক অনুষ্ঠানে এমন ক্ষোভের কথাই জানালেন এই অভিনেত্রী।
৬৯ বছর বয়সী মিরেন বলেন, ‘কী অপমানজনক কথা, আমার ফোনটি হ্যাক করার মতো কি কেউ ছিল না! যাদের ছবি হ্যাক হয়েছে সেই তালিকায় বার বার নিজের নাম খুজছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি।’
খানিক বিদ্রুপের স্বরে তিনি বলেন, যদি ফোনই না হ্যাক করলো, তাহলে আপনি কীসের তারকা। তবে নিজের নগ্ন ছবি কেউ ফোনে কেন রাখে সেটা বুঝতে পারছি না বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট অভিনেত্রী জেনিফার লরেন্স, কেট আপ্টন, গায়িকা রিয়ান্না, সেলেনা গোমেজসহ বেশ কিছু তারকার নগ্ন ছবি ফাঁস হয়ে যায়। সেসকল অভিনেত্রীর ভীড়ে তার নাম নেই বলে কষ্টই পেয়েছেন মিরেন।
খানিক বিদ্রুপের স্বরে তিনি বলেন, যদি ফোনই না হ্যাক করলো, তাহলে আপনি কীসের তারকা। তবে নিজের নগ্ন ছবি কেউ ফোনে কেন রাখে সেটা বুঝতে পারছি না বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট অভিনেত্রী জেনিফার লরেন্স, কেট আপ্টন, গায়িকা রিয়ান্না, সেলেনা গোমেজসহ বেশ কিছু তারকার নগ্ন ছবি ফাঁস হয়ে যায়। সেসকল অভিনেত্রীর ভীড়ে তার নাম নেই বলে কষ্টই পেয়েছেন মিরেন।