মুম্বইতে শ্যুটিং পর্ব সেরে এখন ইউরোপে ‘অ্যাকশন-জ্যাকশন’ টিম৷ শেষভাগের শ্যুটিং এ শ্যুট করা হবে দুটি গানের সিক্যুয়েন্স৷ তার মধ্যে একটি সফ্ট রোমান্টিক গান আরেকটি ইয়াম্মি আইটেম নাম্বার, যাতে কোমর দোলাবেন স্বয়ং বি-টাউনের সুইট অ্যন্ড সেক্সিস্টার ইয়ামি গৌতম৷
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ ও সোনাক্ষী সিনহাকে৷ ‘সন অফ সর্দার’-র পর অজয়-সোনাক্ষী জুটির এটি দ্বিতীয় ছবি৷ এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন ভিকি ডোনার খ্যাত নায়িকা ইয়ামি গৌতম, সোনু সুদ ও কুনাল রয় কাপুর