আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান সুষমা। এর আগে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।
সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত্ করতে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত আছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পৌঁছাননি।
বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাত্ করার পর সুষমা বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাত্ করবেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সুষমা স্বরাজ ঢাকা ত্যাগ করবেন।