তবে কি সিদ্ধান্ত পাল্টে ফেললেন না কি পুনম।
সম্প্রতি ট্যুইটারে জয়েন করেছেন বড় পর্দায় সরস্কারি বাবা হিসেবে পরিচিত অভিনেতা অলোকনাথ। তাকে সম্মান জানাতেই পুনম এই ছবিটি শেয়ার করেছেন।
পুনম লিখেছেন, তিনি নাকি অলোকনাথের মতো সংস্কারি পিতার দ্বারা অনুপ্রেরিত। যদিও পুনমের এক দিনের বিতর্কের সঙ্গে সংস্কারের ছোঁয়া এতটুকুও পাওয়া যায়নি। হঠাৎ করে কি তবে ভক্তি উছলে উঠল পুনমের নাকি এটাও নেহাতই পাবলিসিটি স্টান্ট?