সোমবার, জুন ৩০, ২০১৪

ম্যাচের আগেই ১৯৮২ সালের ‘গিজনের লজ্জা'র বিষয়টা উঠে আসছে !

ম্যাচের আগেই কথার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে৷ ভুল হল যুদ্ধ নয়৷ কারণ, একদিক থেকে যখন তোপ দেগে চলেছে আলজেরিয়া, তখন জার্মানির ছবিটা অন্যরকম৷ সেখানে রীতিমতো সমীহ করা হচ্ছে আফ্রিকার দেশটিকে৷ ফিলিপ লাম যেমন বলেই দিলেন, "আলজেরিয়াকে চাইনি৷ ওরা খুব মারাত্মক প্রতিপক্ষ৷"
অঘটন মাঝেমধ্যে হয়৷ তবে এবারের বিশ্বকাপে সেটা নিত্যকার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ ইতালি, ইংল্যান্ড, উরুগুয়ের মতো দল বিদায় নিয়েছে ইতিমধ্যেই৷ ভাগ্য সহায় না থাকলে হল্যান্ডকেও হয়তো বাড়ি ফিরে যেতে হত৷ শেষ ষোলোর লড়াইয়ের আগে সেই বিষয় গুলিই কি ঘুরছে জার্মান ফুটবলারদের মাথায়? হয়তো তাই৷ জোয়াকিম লোয়ের দলকে ভাবাচ্ছে ইতিহাসও৷ এখনও পর্যন্ত দুই দেশ মুখোমুখি হয়েছে দু'বার৷ সব বারই জিতেছে আলজেরিয়া৷ দুই দেশের ম্যাচে গোল হয়েছে পাঁচটি৷ চারটি করেছে আলজেরিয়া৷ একটি জার্মানি৷ সেই কারণেই হয়তো ভয় পাচেছন লাম৷ বলে দিলেন, "ভাল করেই জানি সামনে কী রকম কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে৷ আলজেরিয়ার বিরু‌দ্ধে জিততে হলে আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে৷ মানে শুরু থেকেই আক্রমণের পথে যেতে হবে৷ আমরা হয়তো একটা ছোট দেশের বিরু‌দ্ধে নামব৷ কিন্ত্ত ওরা অঘটন ঘটানোর ব্যাপারে ওস্তাদ৷" শেষ ষোলোর দুই ম্যাচে টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়েছে৷ তাদের পরিকল্পনাও কি সেদিকেই? উড়িয়ে দিচেছন লাম৷ বলে দিলেন, "ওদের খেলার ভিডিও দেখেছি৷ ম্যাচটা ৯০ মিনিটের মধ্যে শেষ করতে হবে৷ কোনও রকম ঝুঁকি নেওয়া চলবে না৷ যা পরিস্হিতি তাতে এখানে ভাল খেলতে না পারলে বাড়ি চলে আসতে হবে৷"
দুয়ের পাতায়
ম্যাচের আগেই ১৯৮২ সালের ‘গিজনের লজ্জা'র বিষয়টা উঠে আসছে৷ সেই ঘটনা দিয়েই দলকে তাতানোর চেষ্টায় রয়েছেন আলজেরিয়া কোচ৷ তাঁর কথায়, প্রতিশোধের আগুন৷ হালিহডজিক বলে দিলেন, "১৯৮৩ সালের সেই ঘটনার পর থেকে জার্মানি-আলজেরিয়া ম্যাচ নিয়ে এখনও কথা হয়৷ ব্যাপারটা আমরা ভুলিনি৷ এবার প্রতিশোধ নিতে হবে৷" ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ইউরোপের কয়েকটি বড় দেশ বিদায় নিয়েছে৷ কেন? আলজেরিয়া কোচের মতে, জেতার খিদেটাই হারিয়ে গিয়েছে ইউরোপের দেশগুলির৷ আর সেই কারণেই এই ফল৷ ইংল্যান্ড, স্পেনের খেলা দেখে মনে হল, ওদের বেশ কিছু ফুটবলার খেলতেই ইচছুক নয়৷ এরকম দায়বহীনতা দেখালে, যেরকম রেজাল্ট হওয়ার কথা সেটাই হয়েছে৷ তবে আমি এতে অবাক৷" জার্মানি ম্যাচেও কি সেরকম অঘটন কিছু অপেক্ষা করছে? মিডফিল্ডার নবিল জানিয়েছেন, "এবার আমাদের নতুন ইতিহাস সৃষ্টির পালা৷ সেটা এই ম্যাচ জিতেই করতে চাই৷"
আলজেরিয়ার কোচ থেকে ফুটবলার সবই যখন ইতিহাসের কথা সামনে এনে দলকে তাতাতে ব্যস্ত বা শুধু প্রতিশোধের কথা বলছেন, তখন লো-এর মুখে অন্য কথা৷ প্রতিপক্ষ শিবিরের মনোভাব দেখে বেশ বিস্মিত তিনি৷ "ম্যাচের আগে এসব কথা এখন কেন উঠছে বুঝতে পারছি না৷ এবার বিরক্ত লাগছে৷ গিজনের ব্যাপারটা তো অনেক আগের ঘটনা৷ হতে পারে সেই ঘটনার কথা সামনে এনে আলজেরিয়া ফুটবলারদের তাতানোর চেষ্টা চলছে৷" এরপরেই অবশ্য আলজেরিয়া নিয়ে সতর্কতা৷ জানালেন, "ওরা কী করতে পারে সেটা আবার দেখা গিয়েছে৷ ওরা কবে কী করবে কেউ জানে না৷ বিশেষজ্ঞরা বলছেন, প্রি-কোয়ার্টারে আমরা সহজ প্রতিপক্ষ পেয়েছি৷ তবে মানছি না৷ আলজেরিয়াকে হালকাভাবে নিলে ভুগতে হবে আমাদেরই৷"