বারের বিশ্বকাপের টপ ফেভারিট স্বাগতিক ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরে চিলি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও খেলোয়াড়দের প্রচেষ্টায় সন্তুষ্ট দলটির কোচ হোসে সাম্পাওলি। ম্যাচ শেষে সাম্পাওলি বলেন, আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। চিলির জন্যে আমি গর্বিত। (স্তাদিও মিনেইরাওয়ে) স্টেডিয়ামে সবাই আমাদের বিপক্ষে ছিল কিন্তু আমরা আমাদের সবকিছু দিয়েছি, কঠিন লড়াই করেছি। খেলোয়াড়েরা আমাদের দেশকে সুন্দরভাবে তুলে ধরেছে। শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে শুরু থেকেই ব্রাজিলের সঙ্গে সমান তালে লড়াই করেছে চিলি। ১৮তম মিনিটে ডেভিড লুইসের গোলে পিছিয়ে পড়লেও ১৪ মিনিট পরেই আলেক্সিস সানচেসের গোলে সমতায় ফেরে তারা। তারপর ম্যাচজুড়েই বল দখলে এগিয়ে ছিল চিলি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে সানচেসের পাস থেকে মুরিসিও পিনিইয়ার শট ক্রসবারে না লাগলে তো জিতেই যেত তারা। কিন্তু ভাগ্যের ফেরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে দলটিকে। তাই হেরে গেলেও শিষ্যদের চেষ্টায় মুগ্ধ কোচ সাস্পাওলি। ‘আমাদের দল প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু এ পরিস্থিতিতে জয় হিসাব করা হয় না।’ হারলেও প্রাণপণ প্রচেষ্টায় সান্ত্বনা খুঁজে নিচ্ছেন কোচ কিন্তু মিডফিল্ডার আর্তুরো ভিদাল সেটা পারছেন না। ‘আমরা একটা স্বপ্নের জন্য লড়াই করেছি। মাঠেই আমরা আমাদের জীবনটাকে ফেলে এসেছি।’