নর্মদা তার প্রথম সিনেমায় পাঞ্জাবি অভিনেতা গিপ্পি গারেওয়ালের বিপরীতে অভিনয় করবেন। গিপ্পি গারেওয়াল পাঞ্জাবি সিনেমার বেশ জনপ্রিয় একজন অভিনেতা। স্মীপ কাংগের পরিচালনায় সিনেমাটি হচ্ছে রোমান্টিক কমেডি ধাচের।
নর্মদা লন্ডনে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা করেছেন। পাঞ্জাবি সিনেমায় অভিনয়ের পর এখন নর্মদা খাস বলিউডের সিনেমায় এন্ট্রি নেওয়ার জন্য খুবই ব্যস্ত।
নর্মদা জানিয়েছেন, তার অভিনয় ভবিষ্যৎ নির্ধারিত হবে পাঞ্জাবি সিনেমার সাফল্যের মধ্যে দিয়ে। নর্মদা ও গিপ্পি অভিনীত এই সিনেমাটি আগামী আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে।