ইরাক ও সিরিয়ার দখলকৃত বিস্তীর্ণ ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র কায়েমের ঘোষণা দিয়েছে কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লিভেন্ট (আইএসআইএস)। ইন্টারনেটে পোস্ট করা একটি অডিও বার্তায় এ ঘোষণা দিয়েছে বিদ্রোহী সংগঠনটি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিদ্রোহীদের বক্তব্য অনুযায়ী, একজন খলিফা এই রাষ্ট্রের শাসনভারের দায়িত্বে থাকবেন। ইসলামিক রাষ্ট্রটির নাম হবে ‘দ্য ইসলামিক স্টেট’। নতুন রাষ্ট্রের ব্যাপ্তি, বিস্তৃতি বা সীমানা হবে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো থেকে ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশ পর্যন্ত। আইএসআইএস’র ঘোষণায় বলা হয়েছে, বিদ্রোহী সংগঠনটির নেতা আবু বকর আল-বাগদাদি খলিফার দায়িত্ব পালন করবেন। তিনি ‘খলিফা ইব্রাহিম’ নামে পরিচিতি পাবেন। ওই অডিও বার্তায় ‘সর্বত্র মুসলমানদের নেতা’ হিসেবেও ঘোষণা করা হয় তাকে। খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা কট্টরপন্থীদের বহুদিনের লক্ষ্য ছিল। অপর এক খবরে বলা হচ্ছে, ইরাকের বহু অংশে সুন্নি বিদ্রোহীদের অগ্রসর ও দখল প্রতিষ্ঠার খবরে ইসরাইল স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। এদিকে ইরাকি সেনাবাহিনী আইএসআইএস’র দখলে থাকা উত্তরাঞ্চলীয় তিকরিত শহরে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য অভিযান অব্যাহত রেখেছে। গত ১১ই জুন বিদ্রোহীরা শহরটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এ সময় দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে হামলা চালিয়ে সেখানে দখল প্রতিষ্ঠা করে আইএসএস।