বিশ্বকাপ গ্রুপ পর্বে লড়াইয়ের সময় পুরো বিশ্বে রেকর্ড পরিমাণ টিভি দর্শক বেড়েছে। ব্রাজিল বিশ্বকাপে প্রথম পর্বে ৮টি গ্রুপ লড়াই করে। প্রথম পর্বের লড়াইয়ের পর শুরু হয়েছে দ্বিতীয় পর্বের লড়াই। বর্তমানে ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। আর শুধু গ্রুপ পর্বে খেলার সময় গ্লোবাল টিভি দর্শকের পরিমাণ ২০১০ বিশ্বকাপের তুলনায় ৩.২ বিলিয়ন বেড়েছে বলে দাবি করেছে ফিফা। সংস্থাটির টিভি ডাইরেক্টর নিকোলাস এনিকসন বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপে মোট দর্শকের পরিমাণ দেখে আমাদের বিশ্বাস ফুটবল যে এক নম্বর ও সবচেয়ে জনপ্রিয় খেলা সেটা আবারও প্রমাণ হচ্ছে। এ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টিভি দর্শকের পরিমাণই বেশি দেখা যাচ্ছে। আমেরিকার দর্শকদের উন্মাদনা এর আগে এত বেশি কখনো দেখিনি। এ ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের দর্শকদের উন্মাদনাও কম নয়। তাই আমাদের দৃঢ় বিশ্বাস ব্রাজিল বিশ্বকাপ টিভি দর্শকদের কাছে এযাবৎ কালের সেরা টুর্নামেন্ট হবে’।
এক নজরে টিভি দর্শকের পরিমাণ
ম্যাচ দর্শক (মিলিয়ন)
ব্রাজিল-ক্রোয়েশিয়া ৪৭.৪
যুক্তরাষ্ট্র-পর্তুগাল ২৪.৭
ফ্রান্স-সুইজারল্যান্ড ১৬.৭
হল্যান্ড-চিলি ৮.১
জার্মানি-যুক্তরাষ্ট্র ২৭.৩
ইতালি-উরুগুয়ে ১৯.৩
ইংল্যান্ড-উরুগুয়ে ১৭.৯
স্পেন-চিলি ১৩.২
জাপান-আইভরিকোস্ট ৩৪.১
এক নজরে টিভি দর্শকের পরিমাণ
ম্যাচ দর্শক (মিলিয়ন)
ব্রাজিল-ক্রোয়েশিয়া ৪৭.৪
যুক্তরাষ্ট্র-পর্তুগাল ২৪.৭
ফ্রান্স-সুইজারল্যান্ড ১৬.৭
হল্যান্ড-চিলি ৮.১
জার্মানি-যুক্তরাষ্ট্র ২৭.৩
ইতালি-উরুগুয়ে ১৯.৩
ইংল্যান্ড-উরুগুয়ে ১৭.৯
স্পেন-চিলি ১৩.২
জাপান-আইভরিকোস্ট ৩৪.১