'ডিজাইনার রোহিত ভার্মা ফ্যাশন শো' শেষে এমনই ঘটনা ঘটেছে। এই ফ্যাশন শোর আকর্ষণ ছিলেন সানি লিওন। অনুষ্ঠান শেষে সানি লিওনকে গলায় হাত দিয়ে আলিঙ্গন করে চুম্বন করেন রোহিত ভার্মা। পাশেই দাঁড়িয়ে ছিলেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। তাঁর মুখে তখন হাসি। আর রোহিতের এই আবেগপূর্ণ ব্যবহার স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন এক সময়ের পর্ন তারকা সানি লিওন।