বিশ্বের দ্বিতীয় জনসংখ্যাবহুল দেশ ভারতের অর্থনীতিও অন্যতম বড়। আর বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠীর বিশাল এ দেশটির বেশ কিছু তথ্য অনেকের জন্যই চমকপ্রদ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. ভারতের সড়কজাল
ভারতের মোট রাস্তার দৈর্ঘ্য ৪৭ লাখ কিলোমিটার। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। আর এ রাস্তা সোজাপথে করা হলে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবীকে ১১৭ বার আবর্তন করা সম্ভব।
১. ভারতের সড়কজাল
ভারতের মোট রাস্তার দৈর্ঘ্য ৪৭ লাখ কিলোমিটার। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। আর এ রাস্তা সোজাপথে করা হলে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবীকে ১১৭ বার আবর্তন করা সম্ভব।
২. বিশ্বের সর্বাধিক বায়ুদূষণের শিকার নগর দিল্লি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণের হার বিশ্বের সবচেয়ে বেশি। সেখানে প্রতি কিউবিক মিটারে বায়ুদূষণের মাত্রা ১৫২ মাইক্রোগ্রাম। এটি চীনের রাজধানী বেইজিংয়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি।
৩. বিশ্বের সবচেয়ে আর্দ্র এলাকা ভারতে
ভারতের চেরাপুঞ্জিকে বিশ্বের সবচেয়ে আর্দ্র এলাকা হিসেবে পরিচিত করানো হয়েছে। তবে তার পাশের আরেকটি শহর মোহসিনরামকেও সবচেয়ে আর্দ্র এলাকা হিসেবে দাবি করা হয়। মোহসিনরামে বছরে বৃষ্টিপাত হয় প্রায় ৪৬৭.৩৫ ইঞ্চি বা প্রায় ৩৯ ফুট। অন্যদিকে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় ৪৬৩.৬৬ ইঞ্চি। - See more at: http://www.kalerkantho.com/online/world/2014/06/25/100213?fb_action_ids=659193487492436&fb_action_types=og.likes#sthash.2dSoMohB.dpuf