মঙ্গলবার, জুন ২৪, ২০১৪

শিখে নিন ঠোঁটকে দারুণ আকর্ষণীয় দেখানোর সহজ মেকআপের যাদু

অনেকেরই ঠোঁট বেশ পাতলা। কারো আবার নিচের ঠোঁট মোটা কিন্তু উপরের ঠোঁট পাতলা। কিন্তু নায়িকা বা মডেলদের দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়ে থাকেন। নায়িকাদের ঠোঁট এতো সুন্দর নিখুঁত কীভাবে হয় সেটা নিয়ে অনেকের মনেই আছে প্রশ্ন। আবেদনময় আকর্ষণীয় ঠোঁট চাইলে আপনিও পেতে পারেন। ভাবছেন প্লাস্টিক সার্জারি করতে বলা হবে? নাহ, মোটেও না। শুধু মাত্র মেকআপের কিছু যাদুর মাধ্যমেই আপনি আপনার ঠোঁট জোড়াকে নায়িকা কিংবা মডেলদের মত আর্কষণীয় করে তুলতে পারবেন। এতে আপনার পুরো চেহারাতেই আসবে গ্ল্যামার। সেই সঙ্গে আপনার ছবিও আসবে আকর্ষণীয়। জেনে নিন ঠোঁটকে ফোলা দেখানোর সহজ মেকআপের জাদুটি। সেই সঙ্গে দেখে নিন মেকআপের ভিডিও টিউটোরিয়াল। ১) প্রথমে ঠোটে খুব হালকা করে ন্যাচারাল শেড এর লিপস্টিক লাগিয়ে নিন। এক্ষেত্রে ন্যুড, টেরাকোটা, ন্যাচারাল পিঙ্ক এই ধরনের রং গুলোকে বেছে নিতে পারেন। অবশ্যই ম্যাট হতে হবে লিপস্টিকের বেজ এই কালারটি। ২) এরপর যে রং এর লিপস্টিক লাগাবেন সেই রং থেকে এক শেড গাঢ় রং এর লিপ লাইনার দিয়ে ঠোঁট একে নিন। ঠোটের চাইতে সামান্য একটু বাইরে একে নিতে পারেন চাইলে। এতে ঠোট জোড়াকে আরেকটু বড় দেখাবে। আপনার যদি দুই ঠোট অসমান হয় তাহলে যেই ঠোটটি ছোট সেটার সামান্য বাইরের দিকে লাইন একে নিন। লিপ লাইনার আকার সময়ে উপরের ঠোঁটের মাঝের বাক টুকুতে আঁকবেন না। লিপলাইনার আঁকার সময় ঠোঁটের ভেতরের দিকে শেড করে আঁকুন। একে লিপলাইনারের লাইনটি বেশি চোখে লাগবে না এবং ঠোঁটকে ন্যাচারাল দেখাবে। ৩) এবার কনসিলার পেনসিল অথবা ফাউন্ডেশন লাগিয়ে নিন উপরের ঠোঁটের বাক এবং দুই ঠোঁটের মাঝের অংশে। হাত দিয়ে মিশিয়ে দিন ফাউন্ডেশন/কনসিলার। ৪) সব শেষে নিজের পছন্দের শেডের লিপগ্লসটি লাগিয়ে নিন পুরো ঠোঁটে। লিপগ্লসের ব্রাশ দিয়ে পুরো ঠোঁটের লিপস্টিক ভালো করে মিশিয়ে দিন। ম্যাট লিপস্টিকের চাইতে লিপগ্লসে ঠোঁটকে বেশি ফোলা দেখায়। চাইলে ম্যাট লিপস্টিকও দিতে পারেন। কিন্তু সেটা আলতো করে লাগাতে হবে। নাহলে ফাউন্ডেশন ঢেকে যাবে অনেকটাই। ৫) আপনি আপনার কাঙ্খিত আকর্ষণীয় ঠোঁট দেখতে পাবেন আয়নায়। পার্টিতে যাওয়ার সময়ে কিংবা ফটো তোলার সময়ে এখন আপনার ঠোঁট নিয়ে আর পড়তে হবে না বিড়ম্বনায়।