অবশেষে নিবন্ধন বাঁচাতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব দিলো জাতীয় পার্টি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা না দেওয়ায় দলটিকে ১০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে। মঙ্গলবার দুপুরে দলটির যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান জুয়েল ইসিতে এসে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, জাতীয় পার্টি নির্বাচনে দুই কোটি টাকা ব্যয় দেখিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনে ফলাফল প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে সময়ের মধ্যে হিসাব জমা না দেওয়ায় আরো ১ মাসের সময় দিয়ে সতর্ক করে দলটিকে চিঠি দেয় ইসি। সে সময়ের মধ্যেও জাতীয় পার্টি হিসাব জমা দেয়নি। পরে ইসি আবারো সতর্ক করে চিঠি দিলে আইনে উল্লেখিত ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে ১৫ দিন সময় নেয় দলটি। অবশেষে মঙ্গলবার হিসাব দিল জাতীয় পার্টি। আইন অনুযায়ী, এই ১৫ দিন সময় অতিক্রান্ত হলে দলটির নিবন্ধন বাতিল করতে হতো ইসিকে।