অন্তত একদিক দিয়ে ফুটবলের বরপুত্র আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন হালের ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার। আপনার মনে প্রশ্ন জাগতে পারে- কোন ক্ষেত্রে এই কৃতি গড়লো সেলেসাওদের নাম্বার টেন? সেটা হলো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দেশের জার্সিতে গোল করার নজির।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা তার ৯১ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে মোট ৩৪টি গোল করেছিলেন। এই ৩৪ লক্ষ্যভেদের মধ্যেই আছে ‘হ্যান্ড অব গড’ কিংবা ‘গোল অব দ্য সেঞ্চুরি’র মতো ইতিহাস ছোঁয়া কিছু গোলও। সোমবার ব্রাসিলিয়ায় ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের সময় দেশের জার্সিতে ম্যারাডোনার ওই ল্যান্ডমার্ক পেরুলেন নেইমার। ক্রোয়েশিয়া ম্যাচের পর ৫৩ ম্যাচে ৩৬টি গোল এনটেনের। গোল গড়েও যা ম্যারাডোনার থেকে বেশি। সুতরাং একটা ক্ষেত্রে ম্যারাডোনাকে তো ছাড়ালেন নেইমার, নাকি?