বৃহস্পতিবার, জুন ২৬, ২০১৪

সুষমার জন্য জামদানি কিনলেন খালেদা

------আগামীকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে স্থান ও সময় এখনো চূড়ান্ত নয় বলে জানা গেছে। এদিকে চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সুষমা স্বরাজের জন্য পাঁচটি জামদানি শাড়ি কিনে রেখেছেন খালেদা জিয়া। এ ছাড়া আরও বেশকিছু মূল্যবান উপহারসামগ্রী দেওয়া হবে বেগম জিয়ার পক্ষ থেকে। ২০১৩ সালে ভারত সফরকালে তৎকালীন বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজও বেগম জিয়াকে বেশ কিছু উপহার সামগ্রী দেন। গত মঙ্গলবার মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার একটি বৈঠকের সময় নির্ধারিত হয়েছে। আগামী ২৭ জুন সকালে এই বৈঠকটি হবে। প্রেস সচিব বলেন, ‘বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। সাবেক বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ২০১৩ সালের অক্টোবর মাসে ভারত সফরকালে সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছিলেন। বিএনপি আশা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ভারতের নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও বিকশিত হবে। ভারতে গণতান্ত্রিক নির্বাচনে যে পরিবর্তন এসেছে, তাতে বাংলাদেশের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে বলে আমরা মনে করি।’ বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির আহ্বায়ক শফিক রেহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।