ইরাকের প্রধান তেল শোধনাগার ক্ষেত্র দখল করে নিয়েছে বলে দাবি করেছে দেশটির সুন্নি বিদ্রোহীরা। বাগদাদের উত্তরে বাজি নামক স্থানের এই তেল শোধনাগার থেকে দেশটির এক তৃতীয়াংশ তেলের সাপ্লাই হয়ে থাকে। খবর বিবিসি। খবরে বলা হয়, দশ দিন ধরে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থেমে থেমে চলা সংঘর্ষের এক পর্যায়ে তেল শোধনাগারের দখলে নিলো বিদ্রোহীরা। আইএসআইস এর নেতৃত্বাধীন এই বিদ্রোহীগোষ্ঠীটি ইতোমধ্যে বাগদাদের উত্তর ও পশ্চিমের বেশ কিছু শহর তাদের দখলে নিয়ে নিয়েছে। এদিকে সুন্নি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছে তারা তেল শোধনাগারটি পরিচালনার দায়িত্ব স্থানীয় আদিবাসীদের হাতে হস্তান্তর করবে। তিনি জানান, আমরা বাগদাদ দখলে অগ্রসর হচ্ছি। আর এ অভিযান অব্যাহত থাকবে।