ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ২০১২ উপলক্ষে এযাবৎ কালের ‘সবচেয়ে বেশি আলোচনা’ রেকর্ড করেছে ফেইসবুক। অপরদিকে কেবল যুক্তরাষ্ট্র বনাম পর্তুগালের খেলার সময় ৮০ লক্ষ বার টুইট করেছেন মাইক্রোব্লগিং সাইটটির ব্যবহারকারীরা।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুক আর টুইটারের মতো শীর্ষ সাইটগুলোতে প্রতিটি ম্যাচ চলাকালে পোস্ট আর টুইটারের সংখ্যা ছাড়াচ্ছে মিলিয়নের ঘর।
টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ছিল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। ম্যাচটি নিয়ে টু্ইটার ব্যবহারকারীরা টু্ইট করেছেন ১.২২ কোটি বার। আর টুর্নামন্টের প্রথম সপ্তাহেই ওয়ার্ল্ডকাপের খেলাগুলো নিয়ে ফেইসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট, লাইক আর কমেন্ট করেছেন ৪৫.৯ কোটি বার।
“খেলাধুলাবিষয়ক যে কোনো ইভেন্টেই আলোচনার ঝড় শুরু হয় ফেইসবুকে। কিন্তু ওয়ার্ল্ডকাপ নিয়ে এখন পর্য ন্ত আমরা যা দেখেছি তা সত্যিই অবিশ্বাস্য।”--বলেন এক ফেইসবুক মুখপাত্র।
যুক্তরাষ্ট্র-পর্তুগাল ম্যাচ নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে সোশাল মিডিয়াগুলোতে। ক্লিন্ট ডেম্পসির গোলে যুক্তরাষ্ট্র এগিয়ে গেলেও ম্যাচ শেষে সোশাল মিডিয়াতে আলোচনার শীর্ষে ছিলেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫ লাখ টুইটের বিষয় ছিল ওই ম্যাচে রোনালদোর পারফর্মেন্স।
টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ছিল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। ম্যাচটি নিয়ে টু্ইটার ব্যবহারকারীরা টু্ইট করেছেন ১.২২ কোটি বার। আর টুর্নামন্টের প্রথম সপ্তাহেই ওয়ার্ল্ডকাপের খেলাগুলো নিয়ে ফেইসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট, লাইক আর কমেন্ট করেছেন ৪৫.৯ কোটি বার।
“খেলাধুলাবিষয়ক যে কোনো ইভেন্টেই আলোচনার ঝড় শুরু হয় ফেইসবুকে। কিন্তু ওয়ার্ল্ডকাপ নিয়ে এখন পর্য ন্ত আমরা যা দেখেছি তা সত্যিই অবিশ্বাস্য।”--বলেন এক ফেইসবুক মুখপাত্র।
যুক্তরাষ্ট্র-পর্তুগাল ম্যাচ নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে সোশাল মিডিয়াগুলোতে। ক্লিন্ট ডেম্পসির গোলে যুক্তরাষ্ট্র এগিয়ে গেলেও ম্যাচ শেষে সোশাল মিডিয়াতে আলোচনার শীর্ষে ছিলেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫ লাখ টুইটের বিষয় ছিল ওই ম্যাচে রোনালদোর পারফর্মেন্স।