মঙ্গলবার, জুন ২৪, ২০১৪

নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে মাঠে থাকছে গণজাগরণ মঞ্চ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে পৃথক অবস্থান নেবে গণজাগরণ মঞ্চের ডা. ইমরান এইচ সরকার ও কামাল পাশা চৌধুরী পন্থীরা। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেয়া হয়।জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে শেষ হয়। মিছিলে নিজামীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
মিছিলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম, ছাত্রফ্রন্ট সভাপতি জনার্দন দত্ত নান্টু, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লাকী আক্তার উপস্থিত ছিলেন।
মিছিল শুরুর আগে মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, রাজাকার নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। তার মধ্যে গণহত্যা, গণহত্যায় নেতৃত্বদান, হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণ এবং গণহত্যার নির্দেশপ্রদানের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার সর্বনিম্ন শাস্তিই হতে পারে মৃত্যুদন্ড।
ইমরান সরকার বলেন, আমরা প্রত্যাশা করছি নিজামীর ফাঁসির রায় হবে। এর অন্যথা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বের গঠিত গণজাগরণ মঞ্চের অপর একটি পক্ষের নেতাকর্মীরাও মঙ্গলবার সকাল ১০টা থেকে আলাদা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কামাল পাশার নেতৃত্বে মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সন্ধ্যায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সন্ধ্যায় শাহবাগে আলাদা বিক্ষোভ সমাবেশে কামাল পাশা চৌধুরী বলেন, নিজামীকে যুদ্ধাপরাধের অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।