আপনি কী প্রতিদিন আপনার নখের রং বদলাতে চান? যদি চান, তাহলে এই শখ পূরণের জন্য যথেষ্ট সময় আপনার আছে কী? না থাকলে চিন্তার কিছু নেই। একটি মোবাইল অ্যাপই বদলে দেবে আপনার নখের রং।
নতুন আবিষ্কৃত একটি প্রযুক্তি ব্যবহার করে ছোট ছোট কিছু স্ক্রিন নখের ওপর লাগিয়ে দেওয়া হবে। স্ক্রিনগুলির রং ও ডিজাইন ইচ্ছামতো পরিবর্তন করা যাবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে।
জিন লি নামের তাইওয়ানের এক ছাত্র এ প্রযুক্তির ধারণা দিয়েছেন।
স্ক্রিনগুলির মধ্যে থাকবে চিপ, যার মাধ্যমে সংযোগ স্থাপিত হবে মোবাইল অ্যাপের সঙ্গে। সম্পূর্ণ তারবিহীন যোগাযোগের মাধ্যমেই এ কাজ করা যাবে।
তবে এই ‘নকল নখ’-গুলিকে দিনে সচল রাখার জন্য রাতের বেলায় চার্জ দিতে হবে। সূত্র: ডেইলি মেইল