জনপ্রিয় অনলাইন ডেটিং সাইট ম্যাচ ডটকম চালু করেছে অভিনব ফেসিয়াল রিকগনিশন সেবা। এর আওতায় সাবেক প্রেমিক অথবা প্রেমিকার চেহারার মতো দেখতে বিকল্প সঙ্গীর খোঁজ দেবে অনলাইন সাইটটি। খবর ম্যাশএ্যাবল।
বলা চলে অনেকটা বলিউড তারকা সালমান খানের স্টাইল। সালমান খান যে কাজটা ম্যানুয়ালি করে থাকে সেই কাজটি ডিজিটালি করবে এই অনলাইন ডেটিং সাইটটি। সাবেক সঙ্গী ঐশ্বরিয়ার বিকল্প হিসেবে যেমন একইরকম দেখতে স্নেহা উল্লাল কিংবা ক্যাটরিনা কাইফের মতো দেখতে বিকল্প জেরিন খানকে সালমান খান হাজির করেছে, ঠিক অনুরূপ একই কাজটি করবে ম্যাচ ডটকম। অর্থাৎ সাবেক প্রেমিক বা প্রেমিকার মতো দেখতে আরেকজনের খোঁজ দেবে ডেটিং সাইটটি। এ জন্য ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সেবা চালু করা হয়েছে। এই সার্ভিসের সুবিধা পেতে সাইটটিতে ৬ মাসের জন্য মেম্বারশিপ হতে হবে এবং খরচ করা লাগবে ৫ হাজার ইউএস ডলার। সাবেক প্রেমিক-প্রেমিকার মতো দেখতে আরেকজনের খোঁজ পেতে অনলাইন সাইটটিতে সাবেক মানুষটির ছবি সরবরাহ করলেই সাইটটি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে কাছাকাছি চেহারার মতো দেখতে অন্যান্য মানুষদের খোঁজ দেবে। এ ছাড়া সাইটটির প্রিমিয়াম মেম্বারদের জন্য একজন প্রোফেশনাল ম্যাচমেকারও দেওয়া হবে, যিনি ডেটিংয়ের ক্ষেত্রে ক্লায়েন্টের কোচ হিসেবে কাজ করবেন। সঙ্গী খোঁজায় অর্থ এবং সময় যাতে নষ্ট না হয় সেজন্যই এই উদ্যোগ নিয়েছে ম্যাচ ডটকম। অভিনব এ সুবিধা আপাতত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো এবং সানফ্রান্সিকোর বাসিন্দারা অর্থের বিনিময়ে উপভোগ করতে পারবেন।