মঙ্গলবার, জুন ২৪, ২০১৪

সংসদে সাংবাদিকদের ফল উৎসব, নিবিড় সম্পর্ক চাইলেন স্পিকার

সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্পর্ক আরো নিবিড় হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সংসদ বিটে কর্মরত সংবাদিকরা গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে সংসদের কর্মকান্ড তুলে ধরেন। তাঁদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে।

আজ রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জে ফল উৎসব আয়োজন উদ্বোধন করে এ কথা বলেন তিনি। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই ফল উৎসবের আয়োজন করে। এ সময় আরো বক্তৃতা করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশীষ শৈকত ও নিখিল ভদ্র।
স্পিকার ড. শিরীন শারমিন বলেন, এ সব উৎসব আমাদের আরো বেশি বেশি করা দরকার। কারণ এ সব উৎসবে সবাই একত্রিত হতে পারি। একত্রে সবার মতামত প্রকাশ করতে পারি। তিনি সাংবাদিকদের কাজে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ডেপুটি স্পিকার সংসদ অধিবেশনকে আরো বেশি কার্যক্রর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।