এই ছবিটি ইদানীং কালের খুব পাওয়ারফুল ছবির একটি। যে ছবি বলে দেয় অনেক কথা। তাদের জীবনে বিশ্বকাপের উন্মাদনা হয়তো আসেনি। ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা। শেয়ার করার কারন, প্রিয় দলের জেতার খুশীর ফাকে চোখে পড়ে যাওয়া এই ছবিটি হঠাত করে মনে করিয়ে দিল আমাদের দেশে রাস্তার পাশে, ট্রেন বা বাস স্টেশনে, ফুটপাতে বা ফ্লাইওভারের গাটারের নীচে শুয়ে থাকা সেইসব মানুষগুলো যারা হয়তো অন্যদেশে ঘটে যাওয়া এই উন্মাদনের ধারে কাছেও নেই। যাদের কাছে জীবন শুধু মাথার উপরে একটি খড়কুটো খোজার প্রয়াস।
অসমতা আর বৈষম্য পৃথিবীটাকে কোথায় জানি নিয়ে যাচ্ছে। জানিনা কতদুর গড়াবে এসব, কিন্তু আশা করি কোন একদিন সমাপ্তি ঘটবে চরম কষ্টে থাকা মানুষগুলোর ভোগান্তি।