পাওয়া গেল মস্তিষ্কের নতুন জিন। যা মানুষের মস্তিষ্কের কেন্দ্র উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে এবং এই জিন সমালোচনা করতে পারবে। অতি সম্প্রতি একটি গবেষণা দল মস্তিষ্ক এর নিউরাল সিস্টেম নিয়ে গবেষণা করে এবং তারা বর্ণনা করেন যে মস্তিস্কের নিউরাল স্টেম সেলে একটি ফাংশন পাওয়া যায়। যা Snf2h নামক একটি জিন।
অটোয়া হাসপাতালের গবেষণা ইনস্টিটিউট ও অটোয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ এর অধ্যাপক ডঃডেভিড ও সিনিয়র বিজ্ঞানীর নেতৃত্বে এই জিন সনাক্ত করা হয়।
Snf2h নামক জিনটি নিউরাল সিস্টেম এর অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ক্রীড়াবিদ এবং শিল্পীদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। স্বাভাবিক হাঁটা, হাত পা সঞ্চালন, দৈনন্দিন কার্যক্রম, খাওয়া এবং গাড়ী ড্রাইভিং করার ক্ষেত্রে অনেক বেশী গুরুত্বপূর্ণ।