মস্তিষ্ক সংরক্ষণ করে অমরত্ব লাভ সম্ভব! অবিশ্বাস্য হলেও এমনি কথা বলেছেন খ্যাতিমান বিজ্ঞানী স্টিফেন হকিং। নিত্যনতুন ধারণার জন্মদাতা হিসেবে খ্যাতিমান বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জুড়ি মেলা ভার। শরীরের বাইরে মানবমস্তিষ্ক সংরক্ষণের মাধ্যমে অমরত্ব লাভের সম্ভাবনা দেখছেন তিনি। তার নিজের জীবন কাহিনী নিয়ে নির্মিত ডকুমেন্টারির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, মস্তিষ্ক অনেকটা প্রোগ্রামের মতো যা কিনা একটি কম্পিউটারে সংরক্ষণ করে রাখা সম্ভব।
মস্তিষ্কের সব তথ্য একটি কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করে মৃত্যুর পরও ভিন্ন ধরনের এক জীবনযাপন করাটা তাত্ত্বিকভাবে সম্ভব বলে তিনি মতপ্রকাশ করেন। গার্ডিয়ান পত্রিকাকে তিনি এ কথাও বলেন, বিজ্ঞানের বর্তমান অগ্রগতি অনুযায়ী এটা এখনও আমাদের ক্ষমতার বাইরে।
প্রখ্যাত বই ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর রচয়িতা স্টিফেন হকিং মাত্র ২১ বছর বয়সে মোটর নিউরন রোগে আক্রান্ত হন।বর্তমানে তার বয়স ৭১।
মুখমণ্ডলের মাংসপেশি এবং এক চোখের পাতার ওঠানামা দিয়ে নিয়ন্ত্রিত কম্পিউটারের মাধ্যমে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন।