সম্প্রতি ইণ্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন সমীক্ষা করে জানিয়েছে যে সমস্ত যুবকরা খুব বেশি হিংসাত্মক অনুষ্ঠান দেখেন তাদের বুদ্ধির বিকাশ কমে যায়। গবেষকরা এমআরআই পরীক্ষার মধ্যামে জানতে পেরেছেন এর ফলে পরবর্তী সময়ে বুদ্ধির বিকাশ একদম স্তব্ধ হয়ে যায়! ১৮-২৯ বছরের পুরুষদের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। মূখ্য গবেষক টম এ হামার জানান যে তাঁরা যাদের উপর সমীক্ষা করেছেন তাদের এক সপ্তাহের টিভি দেখার একটি চার্ট বানিয়ে নিয়ে কাজটি করেছেন। বিভিন্ন ধরনের সাধারণ পরীক্ষার মধ্যে দিয়ে সাইক্রিয়াটিক বিভাগের গবেষকরা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন । তারা জানাচ্ছেন যে পুরুষরা বেশী হিংসাত্মক অনুষ্ঠান দেখেন তারা সাধারণ কাজ যেমন, কোনো সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা তৈরী করা, সাধারণ সমস্যা সমাধান এই কাজগুলি করতে একেবারেই সক্ষম হচ্ছেন না। গবেষকদের ভাষায় যত বেশী এইসমস্ত অনুষ্ঠান দেখা হবে তত বেশি মানুষ তাদের সাধারণ কাজগুলি করার ক্ষমতা লোপ পেতে থাকবেন। তাই টিভির অনুষ্ঠান দেখার সময় সতর্ক হয়ে দেখবেন যে কি দেখছেন।