বুধবার, জুন ২৫, ২০১৪

ইরাকে কাজ শুরু করেছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা

ইরাকের সুন্নি বিদ্রোহীদের মোকাবেলায় সামরিক সহায়তা দিতে মার্কিন বিশেষজ্ঞ সেনাদের প্রথম দলটি মঙ্গলবার বাদদাদ এসে পৌঁছেছে। প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেড়শ জন বিশেষ সেনা বাগদাদ এসে পৌঁছেছে এবং কাজ শুরু করে দিয়েছেন। সবমিলিয়ে ইরাকে তিন শ মার্কিন সেনা পাঠানোর কথা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি সেনারা এসে পৌঁছাবে বলে বিবিসি জানিয়েছে। তবে তারা সেখানে কোনো প্রত্যক্ষ সমরে অংশ নেবে না। কেবল ইরাকি সেনাদের পরামর্শ দেবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
মঙ্গলবার ৪০ মার্কিন সেনা ইরাকি সেনাদের সঙ্গে ফ্রন্ট লাইনে এসে যোগ দিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। বাকি ৯০ জন বাগদাদে একটি যৌথ অভিযানের বিষয়ে পরামর্শ দিচ্ছে। এছাড়া ৪০ সেনা বিশিষ্ট আরো চারটি দল আগামী কয়েক দিনের মধ্যে ইরাকে এসে উপস্থিত হবে। তবে ওবামা প্রশাসন জোর দিয়ে বলেছে, এসব মার্কিন সেনারা প্রত্যক্ষ সমরে অংশ নেবে না। তবে তারা ইরাকি সেনা এবং গোয়েন্দা দলকে প্রশিক্ষণ দেবে।
এদিকে ইরাকের সুন্নি বিদ্রোহী দল আইএসআ্ইএল গত কয়েক দিন মসুলসহ উত্তর-পশ্চিম ইরাকের অধিকাংশ এলাকা দখল করে ফেলেছে। ইরাকে গত জুন থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের মানবিকতা বিষয়ক সংস্থা জানিয়েছে।