মঙ্গলবার, জুন ২৪, ২০১৪

ব্যাচেলর লাইফ মধুর, নাকি ম্যারেড লাইফ ?

বিয়ে মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ অবিবাহিত জীবন থেকে যখন বিবাহিত জীবনে প্রবেশ করেন তখন জীবনযাপনে আসে আমূল পরিবর্তন। যারা বিবাহিত জীবনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন তারা জীবনকে খুব বেশি উপভোগ করেন আবার যারা খাপ খাইয়ে নিতে পারেন না তারা হিমশিম খান।
বিয়ের আগে আপানার রুম কিংবা বিছানা কারো সঙ্গে শেয়ার করতে হতো না। পুরো রুমের রাজা ছিলেন আপনি একাই, সেই সুবাদে পুরো রুমে আপনি রাজত্ব করে বেড়াতেন। যেখানে সেখানে এলোমেলো করে কাপড় ঝুলিয়ে রাখতেন, ছড়িয়ে ছিটিয়ে রাখতেন পড়ার বইগুলো ।
আপনার হয়ত এমনটাই দেখতে ভালো লাগে। আপনার সঙ্গী এসে হয়ত সব গোছানো শুরু করবে। আবার হতে পারে আপনি খুবই গোছালো, কিন্তু সঙ্গীটি মোটেও তা নয়। হয়ত লেখার টেবিলে কাপড় ‍তুলে রেখে ঘুমিয়ে পড়ে। এ ক্ষেত্রে বোঝাপড়া করে এগোতে হবে, ইতিবাচক দিতে মোড় নিতে পারে আচরণ।
খাবার মেন্যু থেকে শুরু করে খাবার খাওয়ার সময় সব কিছুতে পরিবর্তন আসতে পারে। বিয়ের আগে রান্নার করার ভয়ে কিংবা বুয়া আসে নি সেই অজুহাতে হয়তো দিনের পর দিন না খেয়ে কিংবা হোটেলের অস্বাস্থকর খাবার খেয়ে দিন পার করেছেন। কিন্তু বিয়ের পর আপনি নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু সব খাবার খাওয়ার নিশ্চয়তা পেতে পারেন সঙ্গীর কল্যাণে।
ঘুমের ক্ষেত্রে ও আপনার পরিবর্তন আসতে পারে। অবিবাহিত জীবনে অধিকাংশ পুরুষ সারারাত লাইট জ্বালিয়ে টেলিভিশন দেখেন কিংবা বই পড়েন। কিন্তু বিবাহিত জীবনে আপনোকে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। আবার হয়তো আপনি নির্দিষ্ট সময়ে ঘুমোতে অভ্যস্ত ছিলেন। কিন্তু সঙ্গীর কল্যাণে অভ্যাসের বারোটা বেজে যেতে পারে।
অবিবাহিত জীবনের চাইতে বিবাহিত যুগল জীবনের খরচ অনেকাংশে বেড়ে যাবে।
বিয়ের আগে কাজের অতিরিক্ত চাপ কিংবা বসের সঙ্গে বনিবনা না হওয়ায় হুটহাট করে চাকরি ছেড়ে দিতেন, কিন্তু বিয়ের পর নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক বা একাধিক জীবনের কথা ভেবে হয়ত ঝুঁকি নিতে চাইবেন না, যখন-তখন চাকরি ছাড়বেন না। সহনশীলতা শিখবেন।
অবিবাহিত জীবনে একাকীত্ব দূর করতে অফিস শেষে কিংবা বন্ধের দিনগুলোতে বন্ধু-বান্ধবীর সঙ্গে হাসি, গান আড্ডায় মেতে থাকতেন কিংবা রাতের পর রাত ফেসবুক, টু্ইটার চালিয়ে কিংবা বেহালা গিটার বাঁশি বাজিয়ে কাটিয়ে দিতেন। কিন্তু বিয়ের পর সেই সময়টা দুজনে গল্প করে কাটিয়ে দিতে পারবেন, অনেক ক্ষেত্রে দেয়াই উচিৎ হবে।