মঙ্গলবার, জুন ২৪, ২০১৪

দেশে থ্রিজি ব্যবহারকারী ৪৬ লাখ

বর্তমানে দেশে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৬ লাখ ১৭ হাজার বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আজ মঙ্গলবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৯ লাখ ৫০ হাজার। টেলিটকের গ্রাহকসেবার মান ও পরিধি আরো বৃদ্ধির জন্য ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে টেলিটক দেশব্যাপী ৪২টি কাস্টমার কেয়ার ও ১৮টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে তার দিয়ে আসছে।
আরো চারটি কাস্টমার কেয়ার স্থাপনের প্রক্রিয়া চলছে, যা শিগগিরই চালু হবে। তা ছাড়া আরো ১৩টি সার্ভিস পয়েন্ট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল ওয়াদুদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ৫৬টি জেলা সদরসহ আরো ১৫টি উপজেলা সদরে ডিজিটাল পদ্ধতিতে সেবাদানের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটি (এডিএসএল) সংযোগ রয়েছে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনারের এক প্রশ্নের জবাবে আবদুল লতিফ সিদ্দিকী জানান, সরকার দেশের সকল ইউনিয়ন পরিষদকে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক এর আওতায় আনার জন্য প্রাথমিক পর্যায়ে এক হাজারটি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি আগামী ২০১৬ সাল নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। দ্বিতীয় পর্যায়ে আরো এক হাজারটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ২০১২-১৩ অর্থবছরে অপারেটিং লোকসানের পরিমাণ ৬০২ কোটি ৯০ লাখ টাকা।