অনুষ্ঠানে উপস্থিত সুত্র জানায়, অনুষ্ঠানের
একপর্যায়ে কঙ্গনা এবং কাজল একে অপরের মুখোমুখি হয়ে পড়েন।
তবে কেউ কাউকে দেখে সৌজন্যমূলক কথাবার্তা তো দূরের কথা, দুজন
দুজনকে না দেখার ভান করে চলে যায়।
আর কাজলের সাথে কঙ্গনার এমন ব্যবহার কারো চক্ষু আড়াল হয়নি।
তবে ব্যাপারটি দুজনের কারো কাছেই ভালো লাগেনি আর তাই সকলের সামনে পারস্পারিক দ্বন্দ্বকে এক পাশে রেখে কিছুক্ষন পরেই এই দুজনকে অল্প বিস্তর কথা বলতে দেখা যায়।
এই দুই তারকার মধ্যকার সম্পর্ক যে খুব একটা ভালো নেই তা সকলেই জানে।
তবে এর পেছনের সিনেমা নিয়ে প্রতিযোগিতা বা জনপ্রিয়তা নয় বরং কাজলের স্বামী অজয় দেবগন।
আর কঙ্গনার প্রতি কাজলের দূরত্বের সূত্রপাত হয় ‘রাসকেল’
সিনেমায় কাজ করা সুত্রে অজয়ের সাথে কঙ্গনার ঘনিষ্ঠতার কারণে।
আর এই কঙ্গনার সাথে পরকীয়ায় মত্ত হন অজয় এমন খবরও প্রচারিত হয়েছে হরহামেশাই।
যার ফলে ডিভোর্সের মতো সিদ্ধান্তেও পৌঁছে যান কাজল কিন্তু শেষমেশ সব কিছু ঠিক হয়ে যায় কাজল এবং অজয়ের মধ্যে।
তবে কঙ্গনার সাথে এখনো স্বাভাবিক হতে পারেননি এই অভিনেত্রী।
সুত্র:
মিডডে