শনিবার, জুলাই ১৯, ২০১৪

আরও একবার খলনায়কের ভূমিকায় আমির

ধুম থ্রি’র পর আরও একবার খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে আমির খানকে। সিনেপাড়ায় কানাঘুষো চলছে, রজনিকান্তের সাইফাই সিনেমা ‘রোবট’ এর সিকুয়েল ‘রোবট টু’তে থাকছেন পারফেকশনিস্ট খান।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, ‘ধুম থ্রি’-তে আমিরের অভিনয় নৈপুন্য দেখে তাকে খলনায়কের চরিত্রে নিতে চাইছেন ‘রোবট টু’র নির্মাতারা। ইতোমধ্যেই শুরু হয়েছে দুপক্ষের আলোচনা।
২০১০ সালে মুক্তি পায় সাইফাই ধাঁচের সিনেমা ‘রোবট’, যা তামিল ভাষায় মুক্তি পায় ‘এন্থিরান’ নামে। ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপরীতে এখানে অভিনয় করেছিলেন রজনিকান্ত। তাকে দেখা গেছে একাধারে একজন বিজ্ঞানি এবং রোবটের চরিত্রে।
এ সিনেমায় রজনিকান্তের প্রতিদ্বন্দ্বী হিসেবে অভিনয় করেছিলেন ড্যানি ড্যাঞ্জংপা। এবারের পর্বে দক্ষিণের মহাতারকার সঙ্গ লড়তে আমিরকে নেওয়ার আলোচনা চলছে।
‘রোবট’-এর মাধ্যমে প্রথমবারের মত ভারতীয় সিনেমায় ‘লিগেসি ইফেক্টস’ প্রযুক্তি ব্যবহার করা হয়।