বিশ্বকাপের
দুঃখ
ভুলে
এবার
সামনে
তাকাতে
চান
ক্রিশ্চিয়ানো
রোনালদো। আবারো
হতে
চান
বর্ষসেরা। ‘অপয়া’
ইনজুরি
তার
বিশ্বকাপ-স্মৃতিতে
কালো
দাগ
এঁকে
দিয়ে
গেছে। বললেন,
‘ইনজুরি
কাটিয়ে
এখন
অনেক
অনেক
ভালো
বোধ
করছি।’‘স্বার্থপর’
রোনালদো
দিনে
দিনে
দল
আন্ত-প্রাণ হয়েছেন। বোঝা
গেল
তার
কথা
থেকেও,
‘প্রতি
বছর
দলের
জন্য
যেভাবে
খেলে
থাকি,
এবারও
তেমন
খেলার
জন্য
সর্বোচ্চ
চেষ্টা
করব।’গেল
মৌসুম
একদম
খারাপ
কাটেনি
রোনালদোর।
জাতীয়
দলের
হয়ে
বিশ্বকাপে
কিছু
করতে
না
পারলেও,
রিয়াল
মাদ্রিদে
তিনি
সরবই
ছিলেন। রিয়ালের
দশম
চ্যাম্পিয়ন্স
লিগ
জিততে
রেখেছেন
গুরুত্বপূর্ণ
ভূমিকা। জিতেছেন
স্পেনের
সবচেয়ে
পুরনো
প্রতিযোগিতা
‘কোপা ডেল রে’।
দেখা
যাক
‘সব দুঃখের বড় দুঃখ’ বিশ্বকাপ-ব্যর্থতা
ভুলে
ভক্তদের
মুখে
কতটা
হাসি
ফোটাতে
পারেন
সিআর
সেভেন।