শনিবার, জুলাই ১৯, ২০১৪

গাজা পরিস্থিতিতে উদ্বিগ্ন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন। তবে গাজায় হামলা তীব্রতর করার বিপক্ষে নিজের অবস্থানের কথা স্পষ্ট করেছেন তিনি। গাজায় ৩ শতাধিক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সহিংসতা নিরসনের লক্ষ্যে আজ ওই অঞ্চল সফর করবেন। সফরে তিনি ইসরাইল ও হামাসের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন ওবামা। এ সময় তিনি ফিলিস্তিনের হামাস যোদ্ধাগোষ্ঠীর হামলা থেকে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন। একই সঙ্গে গাজা পরিস্থিতিতে উদ্বিগ্ন তিনি। ইসরাইলের সমর্থনে ওবামা বলেন, কোন রাষ্ট্রের সীমান্তের অভ্যন্তরে রকেট নিক্ষেপের বিষয়টি মেনে নেয়া উচিত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও সহযোগী রাষ্ট্রসমূহ ইসরাইলের হামলা আরও তীব্রতর হওয়ার ঝুঁকি এবং আরও বেশি নিরীহ মানুষের প্রাণহানির আশঙ্কায় গভীরভাবে উদ্বিগ্ন। ওদিকে বান কি মুনের সফরের উদ্দেশ্য হবে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান ‘সহিংসতার অবসান ঘটানো ও সমাধানের পথ বের করা’। জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতায় বরফ গলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে ১০ দিনের বিমান হামলার পর গত বৃহস্পতিবার স্থল অভিযানে নামে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৬৫ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ বলছে, ইসরাইলের স্থল অভিযান থেকে প্রাণ বাঁচাতে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।