বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তি হ্রাসের সম্পর্ক রয়েছে,
বহু গবেষণায় এটা আগেই প্রমাণিত হয়েছে। নতুন এক গবেষণায়ও বিষয়টি আবার
প্রমাণিত হলো। বয়স বৃদ্ধির সঙ্গে মস্তিষ্কের ধারও কমতে থাকে। কিভাবে পুরো
প্রক্রিয়াটি ঘটে, সেটা ব্যাখ্যা করেছেন গবেষকরা। ‘মলেকিউলার অ্যান্ড
সেলুলার প্রোটিওমিকস’ সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে
বার্তা সংস্থা এএনআই। লুক্সেমবার্গ সেন্টার ফর সিস্টেমস বায়োমেডিসিনের
অধ্যাপক ডক্টর অ্যান্টোনিও দেল সোল মেসা বলেছেন, একস্ট্রাসেলুলার
ম্যাট্রিক্সের ৪টি প্রোটিনের একটি গ্রুপ রয়েছে, যেটা বয়সের সঙ্গে পাল্লা
দিয়ে বাড়তে থাকে। বাকি প্রোটিন গ্রুপগুলো কমবেশি একই রকম থাকে। তিনি বলেন, এ
প্রোটিনের একটি উল্লেখযোগ্য সংখ্যা সাইন্যাপসসমূহের (নার্ভের একটি কোষ
থেকে অন্য কোষে সংকেত পাঠানোর স্থান) স্থিতিশীলতা ও নমনীয়তার মধ্যে
ভারসাম্য নিশ্চিত করে, যা শেখা ও কোন কিছু মনে রাখা অর্থাৎ স্মরণশক্তির
জন্য গুরুত্বপূর্ণ। আমস্টার্ডামের ভিইউ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর
রোনাল্ড ভ্যান কেস্টেরেন বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে এ প্রোটিনগুলোর গ্রুপের
সংখ্যা বাড়তে থাকে এবং মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী
নার্ভগুলো আরও অনমনীয় হতে থাকে, যা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া বা
নতুন কিছু শেখার বিষয়টাকে কঠিন করে তোলে ও স্মৃতিশক্তি কমতে থাকে। এদিকে এ
গবেষণা আগামীতে অ্যালঝেইমার্স ও পার্কিনসন্সের মতো মারাত্মক ব্যাধির
গবেষণায় কাজে আসবে বলে মনে করেন গবেষকরা।