শোনা যাচ্ছে অক্ষয়ের সুপারিশেই নাকি এই ছবিতে আইটেম ডান্সে দেখা যাবে চিত্রাঙ্গদাকে! হানি সিংহ গেয়েছেন এই গানটি৷
গব্বর-এর প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বনশালী৷ ছবিটি ২০০২-এ মুক্তি প্রাপ্ত তামিল ছবি রমানা-র রিমেক৷ আর আর মুরুগাদোস পরিচালিত রামানায় মুখ্য ভূমিকায় ছিলেন বিজয়কান্ত এবং সিমরন৷ গব্বর পরিচালনার দায়িত্ব নিয়েছেন কৃশ৷ অক্ষয়ের সঙ্গে এই ছবিতে শ্রুতি হাসানের অভিনয় নিয়েও বলিউডে গুঞ্জনের পারদ চড়ছে৷ দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে তাল মিলিয়ে শ্রুতি হিন্দি ছবিও করছেন৷ লাক, ডি-ডে-র মতো ছবিগুলিতে শ্রুতি দর্শকদের মন জিতে নিয়েছেন৷
অক্ষয়-শ্রুতির জুটিতে বলিউড এখন কতটা মুগ্ধ হয়, সেটাই দেখার৷