এদিকে বাংলাদেশি বেশ কয়েকজন তারকার ফেসবুক পেজ ভেরিফায়েড হলেও দেশের প্রথম অভিনেত্রী হিসেবে মিম এ স্বীকৃতি পেলেন। এর আগে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, তাহসান, তিশমা, পড়শী এবং জলের গান ব্যান্ডের ফেসবুক পেজ ভেরিফায়েড হয়।
মিমের ফেসবুক অনুসারীর সংখ্যা এখন তিন লাখেরও বেশি। তার ফেসবুক পেজের লিংক: www.facebook.com/BidyaSinhaSahaMim