ফেসবুকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা
রঙের টিক চিহ্ন দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। তিনি এখন ফেসবুকের
স্বীকৃতিপ্রাপ্ত। সেই সঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রীর পেজটি এখন থেকে ফেসবুক
কর্তৃপক্ষের নজরদারিতে থাকবে। আর এতে ফেসবুকে মিমের নামের সব ভুয়া
অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।
এদিকে বাংলাদেশি বেশ কয়েকজন তারকার ফেসবুক পেজ ভেরিফায়েড হলেও দেশের প্রথম অভিনেত্রী হিসেবে মিম এ স্বীকৃতি পেলেন। এর আগে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, তাহসান, তিশমা, পড়শী এবং জলের গান ব্যান্ডের ফেসবুক পেজ ভেরিফায়েড হয়।
মিমের ফেসবুক অনুসারীর সংখ্যা এখন তিন লাখেরও বেশি। তার ফেসবুক পেজের লিংক: www.facebook.com/BidyaSinhaSahaMim
এদিকে বাংলাদেশি বেশ কয়েকজন তারকার ফেসবুক পেজ ভেরিফায়েড হলেও দেশের প্রথম অভিনেত্রী হিসেবে মিম এ স্বীকৃতি পেলেন। এর আগে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, তাহসান, তিশমা, পড়শী এবং জলের গান ব্যান্ডের ফেসবুক পেজ ভেরিফায়েড হয়।
মিমের ফেসবুক অনুসারীর সংখ্যা এখন তিন লাখেরও বেশি। তার ফেসবুক পেজের লিংক: www.facebook.com/BidyaSinhaSahaMim