রবিবার, জুলাই ২০, ২০১৪

বিশ্বের ১০ জন মানুষের মধ্যে অন্তত একজন ফেসবুকে ডেটিং করেন!

একসময় মনের মানুষের সঙ্গে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করেছে নারী কিংবা পুরুষ। সপ্তাহে ১ থেকে ২টি পত্র পেলেই মনে হতো প্রতি মুহূর্তে যেন একজন অন্যজনের পাশেই রয়েছে। সেই প্রেমের সম্পর্ক থেকে অনেক সম্পর্ক রূপান্তরীত হয়েছে দাম্পত্য জীবনে। কিন্তু প্রযুক্তির সহজ লভ্যতায় সম্পূর্ণ পাল্টে গেছে অতীতের গল্প কাহিনী।
এখন আর সেই চিঠির দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হয়না কাউকে। কারণ সবার হাতে হাতে রয়েছে মোবাইলফোন আর ইন্টারনেট।
২০০৫ থেকে ২০১২ সাল এই ৭ বছর অন্তত সাত শতাংশ মানুষ ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। শুধু প্রেম নয়, প্রেমের সম্পর্কের পর বিবাহ করেছেন এবং তারা বেশ সুখে শান্তিতেই রয়েছেন৷ এমনটাই জানিয়েছেন গবেষকরা।
এ বিষয়ে কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফরি হল জানিয়েছেন, মানুষের জীবনযাত্রায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বিশেষ ভূমিকা রয়েছে৷ যার ফলে ভালোবাসা অনেক সহজ হয়ে গেছে৷ মানুষ এখন একাধিকবার প্রেমে পড়ছেন আর খুব সহজেই খুঁজে নিচ্ছেন জীবনসঙ্গী। তবে যদি মনের মতো সঙ্গী পাওয়া যায় তবে দাম্পত্য জীবনে সুখ থাকবেই৷
জেফরি গবেষণা প্রতিবেদন থেকে আরো জানা গেছে, বিশ্বের ১০ জন মানুষের মধ্যে অন্তত একজন ফেসবুকে ডেটিং করেন৷ সবচেয়ে উল্লেখযোগ্য হল এরফলে ধর্ম, জাতি, দেশ, বয়স সবকিছু মিলে মিশে যাচ্ছে৷
তার এই গবেষণায় দেখা গেছে বিশ্বেও ১৮৫২৭ জন মানুষ সমস্ত কিছু ভুলে বেশি গুরুত্ব দিয়েছেন ভালোবাসাকেই। তাই যারা ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ভালোবেসে বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছে৷