এক নিখোঁজ যুবতীর খোঁজে পতিতালয়ে চিরুনি তল্লাশি চালাল পুলিশ৷ শনিবার ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার পতিতাপল্লীতে। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১০ তারিখ কোচবিহার জেলার কোতোয়ালী থানার ঘুঘুমারি ব্লকের দুধেরখুটি গ্রামের এক ২৩ বছরের যুবতী নিখোঁজ হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি স্বনির্ভর গোষ্ঠীতে সেলাইয়ের কাজ করত ওই যুবতী৷ সেখান থেকে আর বাড়ি ফিরে আসেনি ওই যুবতী৷ এরপর হঠাৎ ১৪ই জুলাই ওই যুবতী বাড়িতে ফোন করে জানায় সে মালদহের এক পতিতাপল্লীতে রয়েছে। তাঁকে উদ্ধার করে নিয়ে যেতে।
এরপর মেয়েটির জামাইবাবু খদ্দের সেজে গতকাল ওই পতিতালয়ে যায় এবং তাঁর সাথে কথা বলে। কথা বলার পরপরই সেখান থেকে বেরিয়ে থানায় গিয়ে পুলিশকে সব কথা জানায় ওই ব্যক্তি৷ এরপর পুলিশ শনিবার তল্লাশি চালায় পতিতাপল্লীতে। শনিবার তাঁকে উদ্ধার করেছে পুলিশ। পতিতাপল্লির অন্যান্য বাসিন্দারাই পুলিশের হাতে ওই মহিলাকে তুলে দেন বলে পুলিশ সূত্রের খবর।