কিন্তু সত্যিকারের বিষয়টি হলো- এক পর্যটকের মোবাইল ফোন চুরি করে পানিতে নেমেছে এই বানর। মানুষ যেভাবে মোবাইল ফোন ব্যবহার করে ঠিক তেমনি অনুকরণের চেষ্টা করছে বানরটি।
ছবিটি তুলেছেন ডাচ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মারসেল ভ্যান অস্টিন। এ ছবির জন্যই তিনি এ বছর ওয়াল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় নমিনেশন পেয়েছেন।