সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই মন্তব্য করেছেন উগ্র ফরাসি ডানপন্থী দলের এই নেতা। ইহুদিবাদী নরপিশাচদের পক্ষে ওই জঘন্য ও চরম সাম্প্রদায়িক উক্তি করে ৬৬ বছর বয়স্ক রেনোঁ আরো বলেছেন, ‘আমরা ইসরাইলে হামলার শিকার ফরাসি ইহুদিদের সমর্থন দেব।’
তার এইসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুসলমানরা। প্রায় ২৫ হাজার মুসলমান প্যারিসে বিক্ষোভ মিছিল করে এই হঠকারিতার নিন্দা জানান। অবশ্য ব্যাপক নিন্দা ও প্রতিবাদের মুখে রেনোঁ দাবি করেছেন যে, টুইটারের ওই একাউন্টটি তার নয়, অন্য কেউ তার নাম ও পরিচয় ব্যবহার করেছে!
উল্লেখ্য, ফরাসি সরকার সে দেশে ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করা নিষিদ্ধ ঘোষণা করছে। কিন্তু সরকারি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বেশ কয়েক দিন ধরে ফরাসি নাগরিকরা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন। পুলিশ এইসব বিক্ষোভ দমনের জন্য ব্যাপক মাত্রায় কাঁদানে গ্যাস ব্যবহার করছে।