রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে বিস্তর পদক্ষেপ হাতে নিয়েছে রেলওয়ে। প্রতিটি ষ্টেশনে কালোবাজারি বন্ধ আর শিডিউল সঠিক রেখে সার্বক্ষণিক যাত্রীদের সেবায় কাজ করছে রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তারা। এ সময় রেলের সেবার মান অতিতের চেয়ে অনেক গুণ বেড়েছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, মানুষ এখন নিরাপদ বাহন হিসেবে রেলকেই বেশী প্রধান্য দিচ্ছেন। শনিবার সকালে রাজশাহী রেলওয়ে ষ্টেশনে আয়োজিত এক আলোচনা সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রেলওয়ের উন্নয়নে সরকার মহাপরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনার আওতায় ৪৬টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগে আরও গতি আসবে। বিগত বিএনপি সরকারের আমলে রেলকে ধ্বংসের দাঁড়প্রান্তে নিয়ে গিয়েছিলো দাবি করে বলেন, বর্তমানে রেলের নতুন ১২০টি বগি আমদানির প্রক্রিয়া শেষ পর্যায়ে। ১৫০টি বগির জন্য টেন্ডার আহবান করা হয়েছে। আরো ৭০টি রেলের ইঞ্জিন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীবাসীর পক্ষ থেকে ননস্টপ ঢাকাগামী এসি ট্রেন, আব্দুল্লাপুর থেকে রাজশাহী পর্যন্ত ডুয়েল গেজ, রাজশাহী-চট্টগ্রাম রুটে ট্রেন যোগাযোগ চালু, রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত কৃষিপণ্যবাহী আলাদা ট্রেনের ব্যবস্থা, পূর্ণাঙ্গ রেলভবন নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে এসব দাবি পূরণের উদ্যোগ নেয়ারও আহবান জানান।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীবাসীর পক্ষ থেকে ননস্টপ ঢাকাগামী এসি ট্রেন, আব্দুল্লাপুর থেকে রাজশাহী পর্যন্ত ডুয়েল গেজ, রাজশাহী-চট্টগ্রাম রুটে ট্রেন যোগাযোগ চালু, রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত কৃষিপণ্যবাহী আলাদা ট্রেনের ব্যবস্থা, পূর্ণাঙ্গ রেলভবন নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে এসব দাবি পূরণের উদ্যোগ নেয়ারও আহবান জানান।